[Verse]
A# F
সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে,
Cm D# A#
তুমি হা রিয়ে যাবে বলে ছিলে ক বে?
A# F
আজ তোমায় হারিয়ে আজ একা এই রাতে
Cm D# A#
ভা বনাতে তোমাকে খুজেছি কি ত বে?
A#
ভাবি তুমি আসবে ফিরে,
F
ধরবে হাতগুলো,
Cm
বলবে তুমি কেদোনা,
D# A#
ফিরে এসেছি এই দেখো।
A#
আর বলবে কেদোনা তুমি,
F
এবারই তো শেষ কান্না,
Cm D# A#
বসে আছি আমি তোমার জন্যে
[Chorus]
A# F Cm
আসোনা, ফিরে আসোনা, আসোনা,
D# A#
ফিরে আ সোনা
[Verse]
A# F
ফিরে এসেছি, ভালোবেসে,
Cm D#
তোমায় আমি প্রতিটিবার
A# F
সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে,
Cm D#
এসেছি আজি আমি তোমার কাছে,
A# F
তবু তুমি নেই আজ আমার পাশে,
Cm D#
হারিয়ে গেছো তুমি বহুদুরে।
A#
ভাবি তুমি আসবে ফিরে,
F
ধরবে হাতগুলো,
Cm
বলবে তুমি কেদোনা,
D# A#
ফিরে এসেছি এই দেখো।
A#
আর বলবে কেদোনা তুমি,
F
এবারই তো শেষ কান্না,
Cm A#
বসে আছি আমি তোমার জন্যে
[Chorus]
A# F
আসোনা, ফিরে আসোনা,
Cm D#
আসোনা, ফিরে আসোনা।
A#
I wasn't ready,
F#
I didn't know,
Cm
I thought we would last forever,
D# A#
Never thought u would go.
A#
But u left me
F
Yes you left me for her.
Cm
And here i was sick of trying,
D# A#
Tired of crying Was dying.
A#
Every morning,every night.
F
5 o'clock ,every-time i cried.
Cm
Everything u said,you only lied.
D# A#
It was my fault,that i couldn'tknow.
A#
So baby today in this last song
F
Is where you belong.
Cm
cause this time,
D#
This time i m gone!
A# F
যখন আধারে পথ হা রিয়েছি,
Cm D# A#
তুমি ছিলে হাতটি ধরে ,
A# F
যখন ছিলোনা কেও আমার পাশে,
Cm D# A#
তুমি আমাই করেছি লে আ পন,
A# F
তবু তুমি নেই আজ আ মার পাশে,
Cm D# A#
হারিয়ে গেছো তুমি বহু দুরে
A#
আজ সব হারিয়ে আমি,
F
তোমার কাছে দাড়িয়ে,
Cm
জানি তুমি ফিরে আসবেনা,
D# A#
আজ তুমি কোথায় হারিয়ে ,
A#
তুমি তো ছিলে আমারই তবে,
F
কেনো নেই তোমার চোখে কান্না,
Cm D# A#
বসে আছি আমি তোমার জন্যে
N.C
আসোনা, ফিরে আসোনা।
N.C
আসোনা, ফিরে আসোনা।