歌手头像-Tahsan

Megher Pore

音乐人: Tahsan

供谱者:wexman
Songs: Megher Pore
Artist: Tahsan



(G)বুঝিনি এত টুকু (Em) তোমাকে
(C)হারিয়েছিলাম স্বপ্নের(D) ঘোরে,
(G)কতটা পথ ঘুরে(Em) এসেছি
 তুমি(C) বন্ধু আমার ছিলে(D) পাশে,
(G)মেঘের পরে আলোর(Em) ভিড়ে
(Am)তুমিই প্রথম(D) চেয়েছিলে,
(G)বুঝিনি আমি (Em)তোমাকে দেখে
(Am)রেখেছ যে কত(D) মায়াতে(G)…Em…C…D

(G)বুঝতে দাও নি কেন(Em) আমাকে
(C)সাজিয়েছ যা(D) হৃদয়ে,
(G)ছায়া হয়ে ছিলে(Em) পাশে
বল(C) কি করে যাব তোমায়(D) রেখে,
মেঘের পরে আলোর ভিড়ে 
তুমিই প্রথম চেয়েছিলে,
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছ যে কত মায়াতে....

(G)আবেগি এ মনে(Em) তোমাকে 
আজ(Am) চেয়েছি দু চোখ(D) মেলে 
(G)এখানে যা ছিল (Em)অজানা 
(Am)বলনি কেন প্রান(D) খুলে 

添加到谱单
X

添加到谱单

《 Megher Pore -- Tahsan 》加入
◎ 选择已有谱单 创建新的

公开 (默认不公开,欢迎创建有意思的"公开谱单")

创建取消

推荐语(选填)

X

请先登录Chordog


忘记密码