Title: Briddhasrom Singer : Nachiketa Chakraborty Language: Bangla If you face any kind of problem send me an email at [email protected] and I will update the chords. Chords : Dm, A#, F And Gm [Verse 1] Dm A# ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, Dm A# মস্ত ফ্লাটে যায়না দেখা, এপারওপার Dm F নানানরকম জিনিস। আর আসবাব দামি দামি, A# Dm Gm সবচেয়ে কম দামি ছিলাম, একমাত্র আমি, Dm A# F ছেলের আমার, আমার প্রতি, অগাধ সম্ভ্রম, A# Gm আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম.... [Verse 2] Dm A# আমার ব্যাবহারের সেই আলমারি আর আয়না, Dm A# ওসব নাকি বেশ পুরনো, ফ্লাটে রাখা যায়না, Dm F অর বাবার ছবি,, ঘড়ি, ছড়ি, বিদায় হল তাড়াতাড়ি, A# Dm Gm ফেলে গেলো, কাকে খেল, পোষা বুড়ো, ময়না... Dm A# F স্বামী স্ত্রী আর আলসেসিয়ান, জায়গা বড়োই কম, A# Gm আমার ঠিকানা তাই, বৃদ্ধাশ্রম...... [Verse 3] Dm A# নিজে হাতে ভাত খেতে পারতোনা ক খোকা, Dm A# বলতাম, আমি না থাকলেরে কি করবি বোকা, Dm F ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, A# Dm Gm খোকা বোধহয় আর কাদেনা , নেই বুঝি আর মনে, Dm A# F ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেদে, A# Gm দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেধে, Dm A# F দুহাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম, A# Gm আমার ঠিকানা এখন, বৃদ্ধাশ্রম...... [Verse 4] Dm A# খোকারও হয়েছে ছেলে দুবছর হল, Dm A# আরত মাত্র বছর পচিস ঠাকুর মুখ তোলও, Dm F একশো বছর বাঁচতে চাই, এখন আমার সাধ, A# Dm Gm পঁচিশ বছর পরে খোকার, হবে ঊনষাট, Dm A# F আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশী, A# Gm খোকা আমি মিলে থাকব পাশাপাশি, Dm A# F সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, A# Gm মুখোমুখি আমি খোকার, বৃদ্ধাশ্রম... Thank You.