SoNg: Gurur choron ArTisT: Lalon Album: Khepa ------------------------------------ intro: Am Em C F Am Em এক চোখেতে হাসন কান্দে C F আরেক চোখে লালন Am Em আমার এক চোখেতে G Am গুরু তোমার বিরহে জলে C F আমার বুকের আগুন আমার Am Em C F C এক পথেরয় জগতজুরা Em G সুখেরি আলো G আরেকটা পথ নাইরে যেতার F Am আধারে কালো Am Em আমি জানি গুরু তুমি C F আছো সেই না পথে G Am আমি পাগল সব ছেড়েছি C F তোমায় ভালোবেসে C হাসলের মাটির পিঞ্জিরায় Em G কান্দে আমার মন G লালন বলে ভোলা মনরে F Am সপেদে এখন Am Em আমার হৃদয় দিলাম গুরু C F তোমার চড়ন তলে G Am তুমি আমায় গ্রহন করো C F শুদ্ধ করো আমায়