[Intro] D Em A G D Em A G [Verse 1] D Em নিখিল দিয়েছিলো নরক নগ্নতা A D G D G আমার চোখে ছিলো অমলিন দৃষ্টি, D Em হৃদয় ছুয়েছিল মেঘের মগ্নতা A G D G তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি D G D Em গুটিয়ে নিলে হাত, আঙুল সোনালিমা. A G D ফোটালে পাথরের বুক জুড়ে কান্না। Em সহসাই কন্ঠে নেমে এল কালিমা. A G D ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না। [Chorus] G D এখনো আলো আসে. জানালা খোলা রাখি. Em A D পেছনে গান গায়, খাচায় পোষা পাখি। G D এখনো আলো আসে. জানালা খোলা রাখি. Em A D পেছনে গান গায়, খাচায় পোষা পাখি। [Bridge] A Em A G D Em A G D [verse 2] D Em আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়, A G D আশায় বাধেঁ ঘর হলুদাভ রাত্রি। Em জোছনা পাতা ঝরে মাটিতে শিহরায় A G D উদাসী প্রান্তর উদাসীন যাত্রী [Chorus] G D এখনো আলো আসে. জানালা খোলা রাখি. Em A D A D পেছনে গান গায়, খাচায় পোষা পাখি। G D এখনো আলো আসে. জানালা খোলা রাখি. Em A D পেছনে গান গায়, খাচায় পোষা পাখি। G D F#m D এখনো আলো আসে. জানালা খোলা রাখি. Em A D পেছনে গান গায়, খাচায় পোষা পাখি। [Outro] G D Em A D Em A G D Em