[Verse 1] E ধর যদি এমন হয় A বিরাট কোনো শূন্য মাঠে E A অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি F#m G#m আকাশটাতে নীল নেই F#m B E F#m মৃত ডালে সবুজ নেই A E ধর যদি এমন হয় F#m ঘুম ভেঙ্গে পেয়ে গেলে A E F#m সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি A F#m G#m গোছানো সেই স্বপ্নরা নেই F#m G#m E A দেয়ালে ঝোলান হাসি মুখ আর নেই [Chorus] C#m B A G#m এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে? C#m B A নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে? E F#m খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায় E A B E নাকি বলবে সময় নেই ফিরে তাকাবার? [Bridge] A E A [Verse 2] E F#m অদ্ভুতুড়ে ভালবাসার এটাই সরল সমীকরণ A E A আসবে জানি আসবে তুমি থাকব না আমি তখন F#m চাইবে ভালবাসতে বেশি G#m খুঁজবে সারাটাক্ষণ F#m G#m E A নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি [Chorus] C#m B A G#m এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে? C#m B A নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে? E B F#m E এরই মাঝে হয় না যেন ভালবাসার ছন্দপতন। [Outro] A E A E A C#m