歌手头像-Misc Unsigned Bands

Avoidrafa - Odvuture Tumi

音乐人: Misc Unsigned Bands

供谱者:wexman
[Verse 1]
   E
ধর যদি এমন হয়
            A 
বিরাট কোনো শূন্য মাঠে
     E                      A 
অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি
      F#m     G#m
আকাশটাতে নীল নেই
 F#m  B        E  F#m 
মৃত ডালে সবুজ নেই
A    E
  ধর যদি এমন হয়
          F#m
ঘুম ভেঙ্গে পেয়ে গেলে
A         E                 F#m
   সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি
A         F#m      G#m
   গোছানো সেই স্বপ্নরা নেই
      F#m        G#m     E   A 
দেয়ালে ঝোলান হাসি মুখ আর নেই

[Chorus]
    C#m    B           A     G#m
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে?
      C#m    B        A 
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
      E               F#m
খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়
     E    A             B     E 
নাকি বলবে সময় নেই ফিরে তাকাবার?

[Bridge]
A E A 

[Verse 2]
    E                       F#m
অদ্ভুতুড়ে ভালবাসার এটাই সরল সমীকরণ
A     E                        A 
আসবে জানি আসবে তুমি থাকব না আমি তখন
      F#m
চাইবে ভালবাসতে বেশি
G#m
খুঁজবে সারাটাক্ষণ
F#m        G#m         E     A 
নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি

[Chorus]
   C#m     B          A     G#m
এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে?
    C#m   B          A 
নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে?
    E                  B   F#m    E 
এরই মাঝে হয় না যেন ভালবাসার ছন্দপতন।

[Outro]
A E A E A C#m 
添加到谱单
X

添加到谱单

《 Avoidrafa - Odvuture Tumi -- Misc Unsigned Bands 》加入
◎ 选择已有谱单 创建新的

公开 (默认不公开,欢迎创建有意思的"公开谱单")

创建取消

推荐语(选填)

X

请先登录Chordog


忘记密码