A E
যদি একটিবার ভাবতে পারি
F#m D
আমাদের সব স্বপ্নের আড়ালে
A E F#m D
লুকিয়ে থাকা এ পৃথিবী
A E
যেখানে শীতার্ত রাতের শেষে
F#m D
ক্ষুদার্ত শিশু একা পড়ে রয়
A E F#m D
শুধু বেঁচে থাকার স্বপ্নে
A E
অসীম পৃথিবীর বুকে
F#m D
যার আশ্রয় কেবল নির্দয় ভূমিতে
A E F#m
অর্থহীন জন্মটাই যার অভিশাপ
A E F#m
আগন্তুক সমাপ্তির অপেক্ষায় কাটে
D A E F#m
সবটুকু দুঃসময় নিঃশব্দ কান্নায় বহুক্ষণ
D Bm F#m
আমার ঘুমন্তবোধ যেন
D Bm E
তাতে অনুতপ্ত হয়
D A E B
যেন ক্লান্ত হয় আমার অনিঃশেষ চাওয়া
D A E B
সীমাহীন পাওয়ার অভিলাস
D A E B
তৃপ্ত হয় অতৃপ্ত অবাধ্য শুন্যতা
D A E B
জীবন্ত হয় নিষ্প্রাণ
D Bm F#m
যেন বিশুদ্ধ রোদে আবার
D Bm E
উষ্ণ হয় পৃথিবী
A E
শুধু একটিবার সত্য হোক
F#m D
চিরন্তন সব সত্যের বাইরে
A E F#m
অন্যরকম এক পৃথিবী
A E
শ্বাশ্বত মুক্তির আলোয়
F#m D
উদ্ভাসিত হোক অনন্ত আঁধার
A E F#m
অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃখল
D Bm F#m D Bm E
সব মিথ্যা শ্রেষ্ঠত্ব হোক অবনত
D A E B
শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা
D A E B
অবারিত হোক নির্মল বোধ
D A E B
সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়
D A E
পৃথিবী হোক নির্ভয় আশ্রয়
E F#m C#m D
পূর্ণ হোক সব নির্মহ হৃদয়
E F#m C#m D
শুদ্ধ হোক আমার পৃথিবী
E F#m C#m D
সমাপ্ত হোক সব অসমাপ্ত কান্না
E F#m C#m D
সত্য হোক আমার এই প্রার্থনা